নয়াদিল্লি: সংবিধানে বাক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, মানুষের ধৈর্য্যশীল হওয়া উচিত। ‘রাম কি জন্মভূমি’ ছবির মুক্তির মামলায় বুধবার একথা বলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। ২৯ মার্চ মুক্তি পাবার কথা ছিল এই ছবির। নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলে দাবি করে‘রাম কি জন্মভূমি’ ছবির মুক্তি বন্ধের জন্য মামলা দায়ের করেছিলেন ইয়াকুব
from home https://ift.tt/2FCYcca

0 Comments