নয়াদিল্লি: ভোটপ্রচারে দারুণ ব্যস্ত উর্মিলা মাতন্ডকর। উত্তর মুম্বই কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। গতকাল স্বামী মহসিনের সঙ্গে বান্দ্রায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে উর্মিলা মনোনয়নপত্র জমা দেন। তাঁর পোশাকে ছিল সনিয়া ও রাহুল গাঁধীর ছবি। ছিল কংগ্রেসের হাত চিহ্নও। হলফনামা দিয়ে উর্মিলা জানিয়েছেন, তিনি গ্র্যাজুয়েট নন, তবে ৬৮.২৮ কোটি
from home http://bit.ly/2OWntRX
0 Comments