ভারতীয় ক্রিকেটে এবার শুরু গৌতম গম্ভীরের যুগ! ৯ জুলাই BCCI নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছে। আগামী ২৭ জুলাই থেকে ভারত-শ্রীলঙ্কা সফর শুরু। তিনটি টি-২০ ও তিনটি ওডিআই খেলবে দুই দেশ। দ্বীপরাষ্ট্রেই নতুন কোচের উদয় বলেই খবর। তবে এবার শোনা যাচ্ছে বোলিং কোচও বদলে ফেলবে বিসিসিআই। সূত্রের খবর, প্রাক্তন পেসার জহির খান এবং লক্ষ্মীপতি বালাজিকে জাতীয় দলের বোলিং কোচের পদের জন্য বিবেচনা করা হচ্ছে।
from Zee24Ghanta: Sports News https://ift.tt/O70k8Vr

0 Comments