Mohammed Shami: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি ও অধিনায়ক সৌরভ গঙ্গুলি এক স্পষ্ট বার্তায় জানিয়েছেন যে মোহাম্মদ শামি এখনও ফিট ও টিম ইন্ডিয়ায় ফিরে আসার যোগ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই গঙ্গুলি বলেন, শামি এখনো খেলায় সক্রিয়, ফিট এবং দক্ষ। নির্বাচকদের উদ্দেশে তার বার্তা এমন প্রতিভাবান বোলারকে দলে রাখা উচিত। BCCI নির্বাচকরা যদিও শামির ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, গঙ্গুলির মতে, অভিজ্ঞতার বিচারে শামিকে ফেরানো এখন সময়ের দাবি।
from Zee24Ghanta: Sports News https://ift.tt/xGpZbhX

0 Comments